সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার বাঁশবাড়িয়ো গ্রাম থেকে নববধূ জান্নাতী খাতুনের (১৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের আশিকের স্ত্রী।
এ ঘটনা এলাকায় ব্যাপক শোকের ছায়া নেমেছে। তাড়াশ থানার ইন্সপেক্টর (তদন্ত) নূরে আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আলোকিত বাংলাদেশকে জানান, প্রায় ২ মাস আগে ওই উপজেলার বাঁশবাড়ীয়া গ্রামের আলম হোসেনের ছেলে আশিকের সাথে সোলাপাড়া গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে জান্নাতীর বিয়ে হয়। এ বিয়ের পর থেকেই শ্বশুর ও শাশুড়ির সাথে পারিবারিক কলহ চলছিল। ধারণা করা হচ্ছে, এরই জের ধরে বৃহস্পতিবার ভোর রাতে ওই নববধূ স্বামীর ঘরের আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ইউডি মামলা হয়েছে।